সারি সারি শাড়ির মত সুখ
সাজানো ছিল
আমার ভাঙা ঘরের আলনায়।
জানলা দিয়ে তাই
উড়িয়ে দিতে চেয়েছিলাম
আমার যত দুঃখ!

তুই দাঁড়িয়ে ছিলি দাওয়ায়।
ভালোবাসার ব্যথা
ছিল তোর চোখের আয়নায়।
সুর ও ছন্দে মশগুল হয়ে
কবিতার ডালি সাজিয়েছিলি
সেদিন!

আমি ভেসে যেতে চেয়েছি
ভালবাসার চরণে চরণে!
কবিতাকে বলেছি
পাগল করে দাও গো আমায়
সুখের নিরালায়,
কবির কলম আরশিতে ।