জগতের কানায় কানায়
পরিপূর্ণ সুখ।
কেউ দেখে, কেউ দেখে না।
উথলে পড়ে যখন __
কেউ যদি কুড়িয়ে নেয়।
ভীষণ সুখী তারা।
অল্পতেই আত্মহারা!
যে জন দেখেও দেখে না,
তুচ্ছ ভেবে কুড়োয় না,
পেয়েও হারায় __
সেই জন চিরকালের দুখী!
পায় না সে কানাকড়ি!
সুখ চেয়ে সে মরে!
সে তো সুখের অনাহারী!