আমি যখন
টুকরো টুকরো সুখ
জড়ো করছি __
অসুখ এসে বললো__
'আহা আমি যদি
না থাকতাম
সুখ কি তুমি চিনতে?'
সত্যিই তো!
আমার সারাটা জুড়ে
যখন অসুখের বাস
অসুখই তো দিয়েছে
একটু সুখের শ্বাস!
তাই তো
অসুখের অবসরে
আমি খুঁজি সুখ।
ও যে অসুখেরই সুখ!
নিতান্তই একঘরে!