নিদারুণ তপ্ত দগ্ধ
ক'টা ওষ্ঠাগত দিনের পর
কথা ছিল ___
আসবে স্বস্তির বৃষ্টি!
সাথে থাকার কথা ঝড়ের।
তাই বসে আছি অপেক্ষায়
কখন আসবে তারা।
হয়তো সত্যি সত্যি
শীতল হবে প্রকৃতির সাথে
দগ্ধ এ জীবন।
এখনো তো এলো না ওরা,
ঝড় ও বৃষ্টি।
তাপপ্রবাহ আর সয় না।
এবার কালবৈশাখীও
এখনও আসেনি যে।