হলেও বর্ষার আকাশ
বিকেলটা খুব ঝকঝকে।
পুবের আকাশে একটুকরো মেঘ
অস্তগামী সূর্যের আলো মেখে
যেন লাজুক নবীন বালক!
পাখিরা বাড়ি ফিরছে একে একে।
দুটো চিকচিকে ঘুড়ি উড়ছে ।
ওরা উড়ছে পাশাপাশি,
কাছাকাছি অথচ উদাসী...
কেউ কারোকে কাটার
বিন্দুমাত্র ইচ্ছে প্রকাশ করেনি।
কেন কে জানে !!!
ওরা গোধূলির এই আলোয়
বন্ধুত্ব করেছে যেন।
প্রাণ ভরে উড়ছে
যতক্ষণ আলো থাকে আকাশে।
উপভোগ করতে ব্যস্ত
বর্ষায় শরৎ ছবি।