বেলাশেষে এসে দেখি
পা দুটো চলছে না আর!
মনে মনে ভেসে চলি
নদীর কিনারে বারবার।
ইচ্ছে করে বয়ে যেতে
নদীর মতো, দুর্নিবার ___
নদী বয়ে যায় আপন খেয়ালে।
আর আমার স্থবির পা
ভিজে যায় ছুটন্ত জলে।
নদী ফিরে দেখেও না তা!
দুরন্ত জলের ঝাপটায়
ভিজে যাই আমি __
ভিজে যায় আমার নিঃস্ব মন __
চপলা হতে ইচ্ছে করে তখন।
বহতা নদী আড় চোখে দেখে
আমার পাগলামি!
কী অদম্য ইচ্ছে
মনে মনে এঁকে চলি আমি!