অদৃশ্য ছোবলে জর্জরিত
আজ সারা বিশ্ব।
মৃত্যু-মিছিলে পৃথিবী বেসামাল!
তারই মধ্যে
চতুর্দিকে স্বার্থন্বেষীর দল
ওঁৎ পেতে আছে।
বিশ্ব হারাচ্ছে বিশ্বাস!
হারিয়ে যাচ্ছে মানবতাও।
সভ্যতা, তুমি কোথায়?
কোথায় দাঁড়াবে মানুষ!!
মান আর হুঁশ
সব ধূলোয় মিশে যাওয়ার পথে।
সভ্যতা আজ গ্রেফতার বুঝি
অদৃশ্য ছোবলে ।
নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে
আজ মানবের।
কত মৃত্যুর গন্ধ মনে হয়
বারুদের গন্ধের থেকেও তীব্র!