বর্ষা শেষে
খানিক হেসে
ভালবেসে
অন্তরে, বসত করে শ্যাওলা যখন,
ঘনিষ্ঠ বনে
মুগ্ধ মনে
বায় সনে
খুশির শ্যাওলা, শোনায় সাতকাহণ।
নভ নীলে
শরৎ এলে
হেলে দুলে
ফুটলে কলি, ফেলবে যখনই চরণ_
ছন্দে ছন্দে
ভালো মন্দে
না-আনন্দে
হতাশ শ্যাওলা, দেখে যে তার মরণ!
শ্যাওলা কথায় মনটা ব্যথায় করে আনচান!
রাত ফুরোলে খোয়াব ভুলে কাঁদে সত্য গান!