যতোই সাজাও ছকের ঘুটি
যতোই বিছাও জাল,
চোর তাড়ালে ডাকাত আসে
এমনই দেশের হাল!
দুর্নীতির এই রেসের মাঠেই
রাজার ঘোড়া ছোটে!
বস্তা বস্তা টাকা ওড়ায় রাজা,
অন্ধ প্রজাদের লুটে।
স্বাধীনতার যেন পায়ে বেড়ি
অসহায় স্বাধীন হাত।
শিক্ষিতের চাকরি বিক্রি হয়,
শিক্ষার হচ্ছে মুণ্ডপাত!