সমুদ্র আজ বৃষ্টি মুখর...
দিগন্ত বিস্তৃত ছাই রঙা মেঘ
হাজার ছিদ্রের ছাতা ধরেছে
সাগরের মাথায় __
এক অপরূপ ছায়ায় মজেছে
নীল সমুদ্র আজ...
তুমি আমি একান্তে __
বেলাভূমিতে ভিজছি আনন্দে,
সাগরের কোলটি ঘেঁষে।
মহাসুখে দেখছি
ঢেউ আর বৃষ্টির আলিঙ্গন__
অথবা খুনসুটি!!
এখুনি হয়তো থামবে বৃষ্টি ;
অরুণে সাজবে আকাশ।
নাচবে ঢেউ তেমনই।
তবু বুকে নিয়ে বৃষ্টির চুম্বন
সমুদ্র ভাসবে আহ্লাদে...
শুধু তুমি আমি নীরব দর্শক!