সম্পর্কহীন সম্পর্ক
যখন আষ্টেপৃষ্ঠে বাঁধে
বড় অসহায় হয়ে যায় মন!
আগাছা ভেবে
উপড়ে ফেলা যায় না যে।
মনের দেয়ালে শিকড় ছড়ায়।
অনুভবে সুর তুলে
বেজে যায় সারাজীবন...
কিছু এমনই সম্পর্কে
বেঁচে থাকে মন!
রঙিন হয়তো হয় না ঠিকই,
প্রকাশ থাকে নীরবে !
তবু ভূমিকায় থাকে গুরুত্ব।
এক জীবনের
অবিচ্ছেদ্য অংশ যেন।
থাকে অনুরণন...
আছে কিন্তু নেই __
এমনই তার বিচরণ গভীরে।
বড় আদরনীয়
এই সম্পর্কহীন সম্পর্ক।