কথা ছিল __
ঝড় থামলে তুমি আসবে।
ভরিয়ে দিয়ে যাবে,
আমার কত না অপূর্ণতা।
সব তছনছ করে দিল ঝড়!

ওলোট পালট করে দিলো
জীবনের যত আয়োজন!
অন্ধকার__
ভীষণ অন্ধকারে ডুবে গেল
আগামীর অনুভূতি!

ঝড় যেমন এসেছিল __
তেমনই চলে গেল
ঝড়ের গতিতে...
আমি স্তব্ধ হয়ে বসে রইলাম,
ধ্বংসস্তূপে একা!

একি অপেক্ষা না অন্যকিছু!
কীসের অপেক্ষা__
কেন অপেক্ষা! জানি না।
দিন শেষ হলো, রাত এলো।
তবু তুমি এলে না...