সমান দূরত্বে হাঁটে ওরা...
ছুঁয়ে থাকে ওদের
এক পরিবেশ, এক আবহ।
ইচ্ছে থাকলেও
ওরা মিলিত হবে না।
ওরা যে সমান্তরাল।

হাঁটতে হাঁটতে কেড়ে নেয়
পথ-পাশের
সহানুভূতি, ভালোবাসা।
একই প্রেম বুকে নিয়ে
ওরা কী একটু অভিমানী!!
হয়তোবা!

কখনো কখনো
কোনো একজনের হয়তো
ভাঙে বুক।
পথ সারাই এর জন্য
আসে লোকজন, যন্ত্র।
সে এক যন্ত্রণা!
অন্য পথ এসব দেখে যেন
নির্বাক!
কেউ বোঝে না এ অ-সুখ!

প্রেম সাথে নিয়ে
ওরা এভাবেই দূরত্বে হাঁটে!
ওরা যে সমান্তরাল __
অনন্তকাল।