কত যে শব্দের ঝড়
ঘুরে বেড়ায় আবহের শূন্যে!
কোনোটা ধাক্কা দেয় পাহাড়ে_
চুরমার হয় আঘাতে!
কোনোটা হারায় মরুপথে_
বালু ঝড়ের দাপটে।
বহতী নদীও বয়ে নিয়ে যায়
কত শব্দ__
মিশিয়ে দেয় অতলান্ত
সাগর জলে।
এরা কেউ আমার চেনা,
কেউ অচেনা ।
কেউ ছুঁয়ে যায় আমার হৃদয়!
বৃষ্টির মতো ঝরে পড়ে
আমার স্বচ্ছ মনের দেওয়ালে!
ওরা সুন্দর!!!
অদ্ভুত ওদের এলোমেলো গতি!
বাক্য হয়ে ওঠে কেউ কেউ!
কেউ বা ভেঙে টুকরো হয়ে যায়
অক্ষরে অক্ষরে।
জানি না ওরা কেউ কেউ
আমার কবিতা হয় কী না!
তবে জানি পাহাড় নদী সাগর
মরুভূমি বনানীতে ওরা__
একবারের জন্য হলেও
এক একটা কবিতা হয়ে ওঠে!