একটা বছর ঘুরে গেল।
সেদিন কী এক কুক্ষণে __
একটা সতেজ ফুল
হঠাৎ ঝরে গেল __
কেন গেল, কোথায় গেল
কিছু তো বলে গেল না।
মানা যে যায় না
এই হঠাৎ নীরবতা __
আর যে পূরণ হবার নয়
সাজানো বাগানের
সেই শূন্যতা!
ও ঝরা ফুল, ছোড়দা__
তুমি চলে গেলে ;
মনে শুধু রেখে গেলে
ছোটবেলার যত খুনসুটি
আর ভালোবাসা
এক ব্যথার আদলে!!!