সেই কিশোরী মেয়েটা আজ
সবুজ প্রেমে স্নান করে
ভাসিয়ে দিলো মনের সাঁঝে
হারিয়ে যাওয়া
সেই টুকরো কিছু নাম...
কার্শিয়াং, জলা পাহাড়ের গা
বাতাসিয়া লুপ, ঘুম
টাইগার হিল, সিঞ্চল লেক__
ছুঁয়ে যায় মনে এখনও __
ফিরে দেখার ধুম!
উদাস পাকা চুল দেখতে চায়
পুরোনো দার্জিলিং।
এখনও কী একই আছে তারা!
রঙিন চোখে চশমা এঁটে
আকুল আবেদন,
বার্ধক্যের উপোসী আঙিনায়!
বোটানির এক্সকারসানে
পাতার খোঁজে
কিশোরীর চঞ্চলতা!
ফিরে পাওয়ার সেই সে
আকুলতা __
সূর্যোদয়ের সুখ নিয়ে আজও
সুন্দর তুমি, কাঞ্চনজঙ্ঘার
সাথী দার্জিলিং!