জানলায় বসে
আমি যখন ভাবছিলাম
তোমার কথা __
সামনের পেঁপে গাছে
কালো পাখিটা এসে বসলো।
ওর নেশাগ্রস্ত লাল চোখ
কী যেন বলতে চাইছিল।
আমি কান পেতে রইলাম __
হঠাৎ কুউ করে
সে ডেকে উঠলো আহ্লাদে....
চলকে উঠলো ভেতরটা।
কি জানি কী করে ও বোঝে
এই ভরা শীতেও
কারো কারো মনের কোণে
"বসন্ত" এসে যায়
আনমনে হঠাৎ করে...