(১)শীতের পাতা

শীত কাতুরে
শুখা পাতার দল
পড়লো খসে।
মাটিতে ওরা মেশে
ঘাসের  হিম-রসে।


(২)শীতের কাঁথা

প্রবল শীতে
ফুটপাথের শিশু,
উষ্ণতা চায়।
মায়ের ছেঁড়া কাঁথা
সুখে জড়িয়ে নেয়।

***লেখাটি দুটি "তানকা" ছন্দে লেখা ।