বৃষ্টির কান্না যখন ঝরে,
সব শেষ হয়েও হয় না শেষ।
পড়ে থাকে অহেতুক হিসেব।
ভিজে মাটি খোঁজে শীত!
আসতে গিয়ে থমকে দাঁড়ায়
উত্তুরে হাওয়ার রেশ।

হকচকিয়ে বলল বাতাস
বাকি থাক্ ঠোঁট ফাটানোর
শীত-জম্পেশ।
রইল পড়ে হিসেব নিকেষ!