আধ ক্ষয়া শিরদাঁড়াটা
সোজা করে রাখার
কী যেন এক অদম্য চেষ্টা!
অনেক কাজ বাকি যে এখনও!
চারা গাছগুলো আকাশের নীলে
চাতকের মত তাকিয়ে....
সম্মানের সাথে পরিপূর্ণতা চায়!
কঠিন পথে নুয়ে পড়ে না যেন
তোমার অঙ্গীকার।
অনেক হারিয়ে যাওয়া হাসি
বসে আছে তোমার অপেক্ষায়!
জাগো, জাগাও অন্যকে।
হীনমন্যতা ভুলে
জাগুক অমানবিক সমাজ!
ধূসরিত হয়ো না ঝড়ের ধূলোয়।
কর্তব্যরত সূর্যের মত__
উর্বরকামী নদীর মত __
বনানীর মত সরলতা নিয়ে
ধাত্রীর মত হও...
সবুজ হয়ে উঠুক শিরদাঁড়াটা,
পলে পলে অগ্রগতিতে!