হাঁটতে হাঁটতে
পারঘাটের কাছ ঘেঁষে আমি!
এবার যাবার পালা।
এখন শুধুই অপেক্ষা__
কখন আসবে সেই তরী!
ঘাটে অনেক মানুষ
এখানে ওখানে ছড়িয়ে!
সবার হাতে শেষ সম্বল __
ওটাই বোধহয় পারানির কড়ি।
সবাই কি স্বপ্ন যাত্রী!
ছেঁড়া রোদ ঠিকরে পড়ছে...
গুমোট গরম বাতাসে __
বৃষ্টি আসবে হয়ত।
তরী আসতে কতটা দেরী!
তর যে আর সইছে না
কারোর হাতে গান।
কারোর হাতে হয়ত কবিতা।
কারোর কাছে
অনেক না বলা কথার পুটুলি!
আমি শূন্য হাতে ভেজা রোদে!
জানি না
শেষ পারানির কড়ি কাকে বলে।
আমার যে কিছুই নেই!
কী জানি কিছু কি আছে বাকি!
সত্যি অথবা মেকি!!!