এক জীবনে
আমি বেঁচেছি অনেকবার!
যেদিন তুমি আমায়
পাঠিয়েছিলে__
একলা একটি পাতার ছবি।
সেদিন আরও একবার
বাঁচার স্বপ্ন দেখলাম আমি।
"শেষ পাতা"র গল্পটা খুঁজি!
সেই শেষের পাতাটা__
যেটা আমাকে বাঁচতে শেখায়।
সেই পাতাটার ছবিই কী
তুমি পাঠিয়েছিলে!!
কেন পাঠালে?
আমি তো বাঁচতে চাইনি।
তবু কেন লোভ দেখাও?
কী জানি __
আমি সত্যিই হয়ত বাঁচতে চাই!
তাই স্বপ্ন দেখি বাঁচার __
বাঁচি বারবার ।