উষ্ণতায় কাঁপছে ভীষণ
আকাশ বাতাস মন।
উন্মনা তোমার আমার
বিরল সে সন্ধিক্ষণ!
ঝড়ের আভাস চতুর্দিকে
দেখায় যে অহঙ্কার!
তাণ্ডব উল্লাসে সে যেন
মহাপ্রলয়ের হুঙ্কার!
শেষ খেয়াটি অপেক্ষায়
করছে যে টলোমলো!
পারবে সে কী পৌঁছাতে
তোমার কাছে, বলো!