দেদার সেবাই, চলছে এখন।
দশের টাকায় মিলছে ঘ্যাঁটন।
হচ্ছে কুঁজো।
পাচ্ছে পুজো
রাজার নীতির বিলাস ব্যাসন।