চুপ চুপ
অপরূপ
টুপ টুপ
ভিজে মনে শিশিরেরা।
বন তলে
মন ভুলে
দুলে দুলে
ঝরে পড়ে শিউলিরা।

দিবানিশি
নিয়ে খুশি
রবি শশী
খেলা করে আনমনে ॥
সুখে বাঁচা
চাচি চাচা
কচি কাঁচা
শারদীয়ার দিন গোনে!