সমুদ্র স্নানে যাইনি কতদিন,
নদী জলেও ভিজাইনি চুল!
মেঘ যখন কাছে আসে __
সরবে কিংবা গোপনে ___
ভিজতে ইচ্ছে করে আজও!
অপেক্ষায় থাকি তাই
ভরা শ্রাবণের...
কেটে গেছে কত বেলা....
কখনো আনমনে
মেঘ আসে আকাশ ছেয়ে!
তবুও বৃষ্টি ঝরেনি দাওয়ায়!
কী এক অজানা হাওয়ায়
মেঘ সরে সরে যায় ___
কাঁদায় আমায় ।
পুরোনো ভেজার দিনগুলি
মনে দাগ কেটে আছে।
গালে কান্নার জলের দাগ
মোছা যায় না সহজে।
শুকনো বাসি চুলে জড়িয়ে
ভালবাসার গন্ধ!
জল-স্পর্শ চায় এলোকেশী!