আজ যখন যুদ্ধ
আমার মুখোমুখি এসে দাঁড়ায়,
আমি ভীত হয়ে পড়ি।
হাত পায়ের নখগুলো
বেরোতে গিয়েও সেঁধিয়ে যায়।
অথচ অহং আমাকে
পিছিয়ে দিতে চায় না যেন।
সামনাসামনি দাঁড়িয়ে নিজেকে
লুকিয়ে ফেলি সভ্যতার খোপে।
অন্দরমহলের শিলালিপিগুলো
ধুলোর আস্তরন সরিয়ে
আমার চোখে চোখ রাখে।
আমি চোখ নামিয়ে নিই।
ভালো লাগে ভাবতে __
এই আমিই তো সেই একদিন
যুদ্ধে গিয়েছিলাম।
বীর বিক্রমে
বোধহয় সভ্যতাও এনেছিলাম!