পথশ্রান্ত আমি __
স্লথ হয়েছে গতি...
নির্বিকার প্রায় জড়তায়
হয়েছি "শামুক"!!
শক্ত খোলের মধ্যে বেঁচে
নিয়েছি কর্মবিরতি।
স্থূলো পায়ের পাতায়
ধীর হয়েছে চলন...
এভাবেই আরো আরো...
আর কত দূর? কে জানে।
অদৃষ্টের চালনায়
অক্লান্ত হেঁটে যেতে হবে,
শামুক যথা!
বিকৃত সমাজ হ'তে
মুখ লুকিয়ে বাঁচতে হয়।।
অদৃষ্ট বাঁচিয়ে রাখে!
প্রতিবাদী হলেই
সঠিক বিচার দূরহস্ত...
মেনে নেয় না বিবেক।।।
নিজের কাছে
হেরে যাই বারবার...
নীতিহীন সমাজে
জিততে পারিনি বলে কী,
শামুক হয়ে বাঁচি!!