যতক্ষণ__
আছে শ্বাস পৃথিবীর,
জীবনটা মেলাবে তালে তাল।
মানি আর না মানি__
এটাই সাযুজ্য!

জানি __
বিবর্ণ অতীতের পাণ্ডুলিপি,
স্মৃতি যার সততই  অম্ল মধুর,
রচে জীবন আর পৃথিবীর
নিগূঢ় রসায়ন।

আজ __
পৃথিবীর দ্বার প্রান্তে যদি আসে
এক ছোট্ট জীবন!
নিষ্পাপ তার চোখ দ্যাখেনি
পৃথিবীর নির্মমতা __

একদিন __
নতুন পাণ্ডুলিপির হবে সূচনা!!
যদি না কোনো বদ্ ইন্ধনে
নির্মূল হয়ে যায়
অমলিন সেই দৃষ্টি!