বুড়ো বটগাছ ঘিরে
গড়ে উঠেছে এক বাগান।
আমি মালি কি না জানি না।
তবু ফুল গাছ পুঁতি।
সুন্দর শোভায় ফুল ফোটে।
আমি আহ্লাদিত হই।
শুধু ফুলে মন ভরে না।
ফুলে রং লাগাই।
নানান রকম রং দিই।
গন্ধ ছড়িয়ে দিই।সুগন্ধি...
তাতে প্রজাপতি আসে
মৌমাছি গুন গুন গান গায়।
মধু লোটে ।
পাখিও আসে। মৌটুসি....
আমি বিভোর হই।
বুড়ো বট আর আমি__
আমাদের ঘিরে
ফুল বনে যেন উৎসব।
আমার সাজানো সংসার
মেতে থাকে একমনে।
সেজে ওঠে সুখ-বাগান!
একদিন ঝড় ওঠে।
দুরন্ত ঝড়!!!
তছনছ হয়ে যায় সবকিছু।
ফুলগুলো ছিঁড়ে যায় __
ছোট ছোট গাছ নুয়ে পড়ে।
বুড়ো বটগাছ
দাঁড়িয়ে থাকে একভাবে!
বটগাছে হেলান দিয়ে
আমি বসে থাকি।
ধুসর হয়ে আসে দৃষ্টি।