একের পর এক __
ঢেউ ভাঙছে তো ভাঙছে।
আমার বুকের ভিতরে
কত কিছুই ভাঙছে!
মুঠো মুঠো সাদা ফেনাদের
লুটোপুটি তীর ছুঁয়ে...
ভাঙা ঢেউ ফিরেও আসে।
এতো ভাঙাচোরার পরেও
কত কিছু যেন বাকি!
সাগর তা জানে না।
বুকের ভিতর জানে তা কী!
কত ভাঙা গান
বেসুরো বেজে থেমে গেছে।
কত ঢেউ টুকরো হয়েছে
ছন্দহীনতায়।
সাগর কী জানতে পারে
সব ব্যর্থতার কথা!
অন্তর একান্তে কথা কয়
ঢেউ ভাঙার খেলায় ।
শুনতে কি পাও
সমুদ্রের হাওয়ার বুকে
ওঠা নামার আবহ সঙ্গীত!