রূপের আলো ছড়িয়ে
যখন সূর্যশিশির ফোটে...
অমন রূপ দেখে পাগল
হয় যে পোকার দল।
আকর্ষণে ছুটে আসে,
ঝাঁপায় ঐ ফুলের বুকে ।
এ বুঝি এক প্রেম!
আঠায় আটকায় পোকা।
এই সুযোগের অপেক্ষায়
থাকে সূর্যশিশির!
আকর্ষ দিয়ে পিষে মারে
বন্দী পোকাটাকে।
প্রকৃতির কী আজব রীতি!
ভেবেই আকূল হই।
ফুলও যেন করে খুন!!
মোহময় রূপের শোভা
জ্বালায় লোভের আগুন!!