কালো রং, সাদা রং__
মন জুড়ে হাজার রঙ!
পাখনা মেলে ওড়ে ওরা,
যখন যেমন ইচ্ছে।
কখনো রঙিন মনেতে
আঁকে কাব্য সুধার ছবি।
কখনো মেঘে হারায়
যখন অস্ত যায় রবি...
কালো মেঘের ছায়ায়
নাচে যে মন ময়ূর __
বর্ষা রঙের সাথে।
কাব্য নেশায় ছুটে যাই
মনের কোণে বহুদূর!
কোথায় পাবো তারে __
যে রং মিলিয়ে দেবে
অবুঝ মনটা জুড়ে...