অমলকান্তি
হতে পারে না সবাই।
কেউ কেউ খোঁজে রোদ্দুর,
একটু সুখের মুখ।
দিন আনে দিন খায় যারা __
উদয়স্ত কাজ করে গলদঘর্মে __
তারা কেউ দেখে না সূর্যোদয়,
লালিমা মাখে না সূর্যাস্তের!
তাদের সময় কই?
তাদের রোদ্দুর হবার সময় নেই।
ওরা কি অমলকান্তি হতে পারে!
ওরা কি কবিতা পড়ে?
হয় কি কবিতা, রোদে ভিজে?
ওরা রোদ্দুর হতে পারে না।
ওরা যে সবাই একজন
অমলকান্তি!!!!