ঋতুর মর্জি বদলায়
যখন তখন ___
শরৎ গেল চলে।
কখন যেন হেমন্ত
আসতে না আসতেই
লোটা কম্বল গোটায়।
তবু আলগোছে
ছুঁয়ে যায় মন!
ভাসছে দেশ___
ভাসছে দশ ___
নিম্নচাপের আক্রোশ।
জলার জোনাকি
উঁকি দিয়ে বলে__
বড্ড অন্ধকার,
আকাশ প্রদীপ জ্বালো।
আলোয় ভরে রাত!
এই অবসরে
ঢুকে পড়বে শীত।
ফুটপাথে ছেঁড়া কাঁথায়
ওম্ খুঁজবে
জীর্ণ শীর্ণ শীত।
ঝরা পাতা পড়ার শব্দে
স্বপ্ন নামবে
হিম পড়া রাস্তায়!