ঋতু সংক্ষেপে

(১)
গ্রীষ্ম কাঁপে
খর তাপে
জীবন ভাপে।

(২)
বর্ষা রাজে
মনটা নিজে
কাব্য সাজে!

(৩)
শরৎ ভোরে
শিউলি ঝরে,
মেঘেরা ওড়ে ।

(৪)
নবাণ্ণ বাসে,
হিম বাতাসে
হেমন্ত হাসে!

(৫)
বসন্ত বায়
পলাশ শাখায়
আবীর ছড়ায়।

(৬)
শীত বেলায়
পদ্ম পাতায়
ফড়িং ঝিমায়!