কিছু কাজ
দুম করেই হয়ে যায়....
আবার অনেক কাজ
অনেক নীতি মেনে,
যুক্তি দিয়েও হয়ে ওঠে না।
নাজেহাল অবস্থা হয়।
জীবনটা বুঝি এমনই __
কারো গড়গড়িয়ে চলে,
কারোর ক্ষেত্রে হার্ডল রেস।
তবে একদিন তো
গন্তব্যে পৌঁছতে হবেই।
এই জটিল
জীবনচক্র এক চক্রব্যুহ!
আনন্দ দুঃখের পরেও বুঝি
মৃত্যুটা বাস্তব! এবং
অপূর্ণতাই জীবন!