তোমার কাছে চিরদিনই
হারতে ভালবাসি।
তুমি যে আমার পথিকৃত!
তুমিই আমায় স্বপ্ন দেখাও
রাশি রাশি!
ঘুম ভাঙিয়ে জাগালে __
এগিয়ে চলার পথ চেনালে!
জলের পানা সরিয়ে তুমি
হাতটি আমার ধরো।
আমি ভাসি...
তোমার কাছে হেরে
আমি জিততে ভালবাসি।।
আনন্দে তাই খুঁজি__
তোমার এগিয়ে চলার
রথের রশি!