রাস্তা সহজ সরল হয় না কোনোদিন।
বাঁক থাকে, উঁচু নীচু, হয়তবা অমসৃণ।
সেই পথেই জীবন চলতে থাকে রোজ।
শুরু হলেও শেষের রাখি না তো খোঁজ।
অদেখা গন্তব্যের হোক না ভুল যতই।
চলমান রাস্তা, বহতা এক নদীর মতই।
তবে নদী যেমন শেষে সাগরেতে মেশে,
জানি না তো কী আছে পথের শেষে।
তবু আমরা রাস্তাতে চলতেই জানি।
রাস্তার দলনের কথা কেউ কি মানি?
গভীর রাতে সে যখন একা শুয়ে কাঁদে,
পদাঘাতের ব্যথা, বুকেতে লুকিয়ে বাঁধে...