রাত নেমেছে পাখির চোখে
আকাশটা নিঝুম।
মন পেয়ালায় আদর সুখে
ক্লান্তি ছেঁড়া ঘুম।
শোলক বলা কাজলা দিদি
চাঁদ খুঁজে হয়রান!
রাত শহরের সেই দুঃখ নদী
ভুলেছে অভিমান!
আকাশ ছুঁয়েই সজল দিঠি
রাঙে আলোর ভুলে।
বুকের ভেতর গোপন চিঠি
মুক্তো আনে তুলে।