তুমি তো ভালোই আছো
পুরোনো মায়ায়!
সকাল বিকাল সন্ধ্যায়
জীবন আঁকো প্রতিদিন...
রাতটুকু থাকে নিরালায়।
সূর্য গিরগিটির মতো
রঙ বদলায় প্রতি প্রহরে।
ওরও তো পুরোনো মায়া__
ছাড়তে পারে না
ছন্দময় সাবলীল স্বভাব।
আকাশে যখন মরচে পড়ে
মুঠো মুঠো মেঘে ঢাকে __
তখন অবশ্য অন্যরূপ!
তোমারও কী
অমন কিছু হয়! কে জানে!
বদলে যাও কখনো...
বোঝো কী না জানি না __
কিংবা বুঝতে পেরেও...
আটকে থাকো চিরাচরিত
পুরোনো মায়ায়!