হৃদয় পুড়ছে... পুড়ুক।
পোড়া গন্ধ বাতাস শুষছে...
শ্বাস নিতে কষ্ট!
তবুও ভাল লাগছে!!
জানি না বাপু
এ কেমন এক ভাললাগা!
যে পোড়ালো __
তার যেন কত আদর!!
ছাই করে সে শান্ত!
একটুও কি
আঁচ লাগে না তার হৃদয়ে?
তার হৃদয় পোড়ে কী!
পুড়ুক পুড়ুক __
পুড়ে পুড়ে সোনা হোক মন।
তবেই বুঝি
জ্বলবে প্রেমের দাবানল!