সাত সকালে উঠে
সূয্যি দিচ্ছে হামা __
তাই না দেখে
খোকা খুকু গাইলো
সা রে গা মা।
পূবের আকাশ জুড়ে
পুজোর হাওয়া
বইছে দ্যাখো__
শরতের মেঘ ফুঁড়ে!
আনন্দেতে
নাচছে খোকা ;
নাচছে খুকু সাথে।
নতুন জুতু নতুন জামা
দুজনেরই হাতে।
ইস্কুলটা বন্ধ এখন,
তবুও পুজো খোলা ।
থাকবে খোলা মেলা।
ভাল ভাল
খাবার খাবে,
চড়বে নাগরদোলা...