সূর্য যখন যাচ্ছে ডুবে
মন কেমনের দেশে _
সাদা মেঘে লাগল ঐ
লালের চিলতে আভা!
একটু পরে আকাশে
উঠবে যে বাঁকা চাঁদ,
রাত বলবে, সবুর কর
দুগ্গা আসবে এবার।।
ঢ্যাম কুড়া কুড় ঢাক
আর কাঁই নানা কাঁসি
বাজবে দুয়েই মিলে_
খুশির পুজোর সনে।
পুজো পুজো হাওয়া
বইছে আকাশ জুড়ে...
বাজবে পুজোর সুর
ডুবলে পঞ্চমীর চাঁদ!!