শিউলি তলায় ফুলের মেলায়,
কাশ ফুলেদের দোদুল দোলায়
মন পেয়ালায় সুখ!
শরৎ এসে আকাশ মাতায়__
বাতাস আগমনীর সুর বাজায়,
আনন্দে ভরে বুক॥
আজ শুভ পঞ্চমীর দিনে __
সাজো সাজো রব উঠেছে মনে।
দুঃখ গেল অস্তাচলে।
দেবী দুর্গার মর্ত্যে আগমনে,
গরীব ধনী মিশে যায় এক সনে,
সব পূজা প্যাণ্ডেলে ॥