আজকের বিকেলটা
আমার কাছে ছিল অন্যরকম!
যন্ত্রণার কাতরতায়
হারিয়ে যাওয়ার তাড়া ছিল।
আকাশেও তখন ছিল
পাখিদের ঘরে ফেরার তাগিদ!
এই মাত্র এক ঝাঁক চড়ুই
সাঁ করে উড়ে গেল পূর্ব দিকে।
শালিক উড়ছে জোড়ে ।
পানকৌড়ি, বকেরা চলেছে
আল্পনা এঁকে এঁকে...
আমি কী হারাই ওদের সাথে!
এখনো ইলেকট্রিকের তারে
নেচে বেড়াচ্ছে দোয়েল।
ওদের ঘুম বোধহয় খুব কম।
শুতে যায় সবার শেষে,
ওঠে সবার আগে, ভোর রাতে।
দোয়েল শিসে ঘুম ভাঙে আমার।
আজ আমি যে বড় চঞ্চলা।
হঠাৎ এলো এলোমেলো মেঘেরা ।
ঝোড়ো হাওয়া ঢুকে পড়েছে
আমার বদ্ধ ঘরে।
আমাকে ছুঁয়ে গেল ঘন আদরে।
পূবালী হাওয়ায় আমি উন্মনা!
মনে হলো
আমার ভাঙা পা ঠিক হয়ে গেছে।
আমি যেন উড়ছি!
আমার যে তাড়া__
তোমার কাছে পৌঁছে যাবার।