সেদিন পলাশের মাস।
বসন্ত এসেছিল চুপিসারে
আমার দাওয়ায়।
রঙে রঙে ভরে গেল মন।
উন্মনা আকাশে
একটু রঙ লাগাবার
চেষ্টা করছিলাম।
এঁকেছিলাম
একটা অসম্পূর্ণ ছবি।
তুমি এলে__
হাতে নিয়ে অনেক তুলি।
ভাবিনি __
স্বপ্নও সত্যি হয় কখনো!
তোমার তুলির আঁচড়ে
সম্পূর্ণ হলো
সেই অসমাপ্ত ছবি,
রঙিন সে পলাশের মাসে॥