মানুষ প্রেমে পড়ে
বহুবার অথবা ক্ষণে ক্ষণে।
একই মানুষের সনে
কিংবা অন্য কারো সাথে।
তবু প্রথম প্রেম
সে ভোলেনা কিছুতেই __
প্রথম প্রেম যে জায়গা নেয়
মনের মণিকোঠায়
অন্য প্রেম সে জায়গায়
পায় না ঠাঁই!
বিজ্ঞানের দ্বারা এ প্রভাবিত!
একে খণ্ডানো অসম্ভব।
অতএব __
মানুষ প্রকৃত প্রেমে
বশীভূত হয় একবারই....
ভোলা যায় না প্রথম প্রেম...