মৃদু মাতাল আষাঢ় এলো
মাদল বাজিয়ে ।
হাওয়ায় ভেসে বৃষ্টি নূপুর
সাজলো জমিয়ে ।
ছাই রঙা ঐ আকাশটাতে
মন খারাপের সুর।
ভিতর মনে লুকিয়ে কাঁদে
বৃষ্টি টাপুর টুপুর ।
চাষীর বুকে খুশির আশা
আসবে সবুজ সুখ।
আয় আষাঢ়, মন ছুঁয়ে যা
দেখতে সুখীর মুখ !
প্রথম দিনের আষাঢ় যেন
ভালবাসার মুকুর!
ভিজিয়ে দিতে আমায় সে
এক পাগল সমুদ্দুর!