আকাশ পারের শুকতারা
খেলছে চাঁদের সাথে।
ভিক্টোরিয়ার কালো পরী
আপন রূপেই মাতে!
সেদিন ছিল কাকজোছনা
মত্ত চাঁদের পরবে ...
কোকিল যেন পাগল হ'ল
মাতলো কুহু গরবে !
আনন্দে মন ভাসলো যেন
ওদের খেলা দেখে।
প্রেম জোয়ারে বিশ্ব ভুবন
খুশি জ্যোৎস্না মেখে!